ad
ad

Breaking News

Hazrat Shahjalal International Airport

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), ফায়ার সার্ভিস, বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নিচ্ছেন।

dhaka-airport-fire-flight-suspension

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: শনিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পরই বিমানবন্দরে সব ধরণের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটের কাছে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের অন্তত ৩৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মুখপাত্র তলহা বিন জাশিম।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. মাসুদুল হাসান মাসুদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, পরিস্থিতি মোকাবিলায় জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “আমাদের সব বিমান নিরাপদে রয়েছে। পরিস্থিতির উন্নয়ন হলে বিস্তারিত জানানো হবে।” 

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ছাড়াও বিভিন্ন সরকারি সংস্থা অগ্নি নিয়ন্ত্রণে সহায়তা করছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), ফায়ার সার্ভিস, বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নিচ্ছেন। বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ইউনিট এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুটি প্লাটুন ইতিমধ্যে অভিযানে যুক্ত হয়েছে।

এই অগ্নিকাণ্ডের ফলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকল ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ঢাকাগামী বেশ কয়েকটি ফ্লাইটকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিকল্পভাবে অবতরণ করানো হয়েছে।

সতর্কতা এবং নিরাপত্তার স্বার্থে যাত্রীদের বিমানবন্দর সংশ্লিষ্ট তথ্যাদি নিয়মিতভাবে পর্যবেক্ষণের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।