ad
ad

Breaking News

Bangladesh

বাংলাদেশের ৯ জেলায় শৈত্যপ্রবাহ, শনিবার থেকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা

সমগ্র বাংলাদেশ জুড়ে বেড়েছে শৈত্যপ্রবাহের পরিধি। বর্তমানে দেশের নয় জেলায় চলছে এই শৈত্যপ্রবাহের পরিস্থিতি।

Cold wave hits 9 districts of Bangladesh, temperature likely to rise from Saturday

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: সমগ্র বাংলাদেশ জুড়ে বেড়েছে শৈত্যপ্রবাহের পরিধি। বর্তমানে দেশের নয় জেলায় চলছে এই শৈত্যপ্রবাহের পরিস্থিতি। বৃহস্পতিবার পাঁচটি জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছে। বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড গড়েছে। বর্তমান সময়ের এই দুদিনের হালকা শৈত্যপ্রবাহের পর শনিবার থেকে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। শুক্রবার দেশের নয়টি জেলা পঞ্চগড়, রাজশাহী, দিনাজপুর, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, গোপালগঞ্জ ও পাবনা জেলাতে চলছে শৈত্যপ্রবাহ।

প্রসঙ্গত, কোন জেলার সর্বনিম্ন তাপমাত্রা যদি ৮.১ ডিগ্রী সেলসিয়াস থেকে ১০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত হয়, সেক্ষেত্রে সেই এলাকাতে মৃদু শৈত্য প্রবাহ চলছে বলে জানা যায়। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা যদি ৬.১ ডিগ্রি সেলসিয়াস থেকে ৮ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত থাকে, সেক্ষেত্রে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে বলে মনে করা হয়। একইসঙ্গে তীব্র সত্য প্রবাহ চলে যখন তাপমাত্রা থাকে ৪.১ ডিগ্রি সেলসিয়াস থেকে ৬ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত থাকলে। আর সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্র সেলসিয়াসের নিচে থাকলে তখন হয় অতি তীব্র শৈত্যপ্রবাহ।

বৃহস্পতিবার থেকেই বাংলাদেশের বিভিন্ন এলাকায় চলছে শৈত্যপ্রবাহ প্রবাহ। বৃহস্পতিবার যে সমস্ত জেলায় শৈত্য প্রবাহ চলেছে সেগুলি হল পঞ্চগড় চুয়াডাঙ্গা রাজশাহী নওগাঁ ও পাবনা। বৃহস্পতিবার নওগাঁর বদলগাছিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.১ ডিগ্রী সেলসিয়াস। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৩ ডিগ্রী সেলসিয়া। গতকালকের চেয়ে আজ বাংলাদেশের তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস কম। তা সত্ত্বেও রাজধানীর তাপমাত্রা বেড়েছে বেশ খানিকটা। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রী সেলসিয়াস, যার রেকর্ড বলে ধরা হচ্ছে। টানা দুই দিন এই শৈত্যপ্রবাহ চলার পর, শনিবার থেকে বাড়তে পারে দেশের তাপমাত্রা এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর।