ad
ad

Breaking News

Bangladesh

আনারস প্রতীকেই লড়তে চান প্রার্থীরা ! কিন্তু কেন ?

চুয়াডাঙ্গা সদর এবং আলমডাঙা উপজেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে প্রতীক নিয়ে যেন কোনোরকমের দ্বন্দ্ব না দেখা দেয়, সেই কারণে ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ২৭ জন প্রার্থীর মধ্যেই প্রতীক বরাদ্দ করে দেওয়া হয়েছে।

Candidates want to fight in the pineapple symbol! But why?

Bangla Jago Desk : চুয়াডাঙ্গা সদর এবং আলমডাঙা উপজেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে প্রতীক নিয়ে যেন কোনোরকমের দ্বন্দ্ব না দেখা দেয়, সেই কারণে ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ২৭ জন প্রার্থীর মধ্যেই প্রতীক বরাদ্দ করে দেওয়া হয়েছে। তবে, আলমডাঙা উপজেলার পাঁচ প্রার্থীর মধ্যে চারজন প্রার্থীরই পছন্দ ছিল আনারস চিহ্ন।

আর এবার সেই সমস্যার সমাধানেই এবার লটারি করা হল। তবে, প্রতীক নিয়ে কাড়াকাড়ি এখানেই থেমে থাকেনি। ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী আট প্রার্থীর মধ্যে চারজন চশমা, তিনজন টিউবওয়েল প্রতীক চান। ফলে তাঁদের মধ্যেও লটারির মাধ্যমে প্রতীক চূড়ান্ত করা হয়। উল্লেখ্য, আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব হোসেন, জেলা কৃষক লীগের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কে এম মঞ্জিলুর রহমান, ঢাকা মহানগরের দারুস সালাম থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মোমিন চৌধুরী ওরফে ডাবু চৌধুরী এবং জেলা যুবলীগের আহ্বায়ক জিল্লুর রহমান।

আর সব মিলিয়ে, প্রতীক নিয়ে এই দ্বিধা-দ্বন্দ্বর অবসান ঘটাতেই বৃহষ্পতিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দুটি উপজেলা পরিষদের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেন।