সংগৃহীত
Bangla Jago Desk: ফের বাংলাদেশকে ছিছিক্কার! বাংলাদেশের কুমিল্লায় হিন্দু মহিলার ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ। দাবি করা হচ্ছে, সেই নিন্দনীয় ঘটনার ভিডিয়োও ভাইরাল করেছে অভিযুক্ত। অভিযুক্তের নাকি রাজনৈতিক পরিচয়ও রয়েছ। ইতিমধ্য তাকে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
🔴 Shocking Footage Leaked
A Hindu woman was assaulted in her own home in Muradnagar, Comilla on June 26 by radical Muslims.
She was not even safe within her four walls.
📍 Muradnagar, Comilla | 26-06-2025 #JusticeForHinduWomen #HindusUnderAttack@RadharamnDas @ANI @PMOIndia pic.twitter.com/WMRx0urxLF— Save Bangladeshi Hindus🇧🇩 (@SBHPage) June 29, 2025
অভিযোগ, মুরাদনগরের একটি বাড়ির দরজা ভেঙে জোর করে ভিতরে ঢুকে ধর্যণ করা হয়েছে। প্রতীবাদ করলেও আটকাতে পারেনি যুবতী। ধারালো ছুরি গলায় ধরে ভয় দেখানো হয় তাঁকে। এখানেই থামে না, এসবের পর তাঁকে বাইরে নিয়ে এসে সকলের সামনে বিবস্ত্র করে পৌশাচিক অত্যাচার করা হয়। আর সেই অকথ্য অত্যাচারের ভিডিয়ো ভাইরাল করে দিয়েছে অভিযুক্ত।
সূত্রের খবর, ১৫ দিন আগে ২৫ বছরের ওই যুবতী তাঁর সন্তানদের নিয়ে বাপের বাড়িতে আসেন। বৃহস্পতিবার পরিবারের সবাই পুজোর অনুষ্ঠানে যাওয়ায় বাড়িতে একাই ছিলেন যুবতী। সেই সময় ৩৮ বছরের এক ব্যক্তি এসে তাঁকে দরজা খুলতে বলেন। যুবতী দরজা না খোলায় অভিযুক্ত দরজা ভেঙে জোর করে ভিতরে ঢোকেন। তাঁকে ধর্ষণ করেন। ঘটনার পরদিন তিনি মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করেন।
অকথ্য অত্যাচারের কথা বর্ণনা করে প্রতিবেশীরা জানায়, ঘটনার দিন রাতে নির্যাতীতার আর্তনাদ শুনতে পেয়ে তাঁরা বাইরে এসে দেখেন যুবতীর ঘরের দরজা ভাঙা। তাঁরা এসে তাঁকে উদ্ধার করে অভিযুক্তকে মারধোর করেন। পাকরাও করলে ঠিক সুযোগ বুঝে পালিয়ে যান তিনি। এর পরই দেখা যায় সোশ্যাল মিডিয়ায় সেই অকথ্য অত্যাচারের ভিডিয়ো।
কারোর দাবি অভিযোগ ব্যক্তি বিএনপি নেতা কেউ বা বলছেন তিনি আওয়ামী লিগের নেতা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে ভিডিয়ো ভাইরাল করার জন্যও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।