ad
ad

Breaking News

Police Election

বাংলাদেশে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে পুলিশকে বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার

উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।

bangladesh-police-election

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: সোমবার ঢাকায় পুলিশ হেডকোয়ার্টারের ‘হল অব প্রাইড’ সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ আয়োজিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখান থকে উপস্থিত হয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশ পুলিশ সামনের জাতীয় নির্বাচনে এমন এক মানদণ্ড স্থাপন করবে, যা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে।   

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা সর্বাগ্রে ও গুরুত্বপূর্ণ। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এদেশের জনগণ, রাজনৈতিক দলসহ সবমহলের প্রত্যাশা পূরণের দায়িত্ব পুলিশের কাঁধে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাংলাদেশ পুলিশসহ বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে।

উপদেষ্টা আরও বলেন, আইনের প্রয়োগ শুধু শক্তি দিয়ে নয়, ন্যায়, নিষ্ঠা ও মানবিকতা দিয়েও প্রতিষ্ঠিত হয়।  পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, “নির্বাচনী মাঠে আপনারা কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী নন। আপনারা জনগণের নিরাপত্তা, আস্থা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক।” জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সামনে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আলাপ-আলোচনা ও সংলাপ শুরু হয়েছে। সাম্প্রতিককালে সাইবার অপরাধ বেড়ে যাচ্ছে। আগামী বছর রয়েছে বাংলাদেশে নির্বাচন। বহু রাজনৈতিক দল তারা বলেছিল চলতি বছরের শেষে নির্বাচন হবে। কিন্তু মহম্মদ ইউনূস জানিয়েছেন আগামী বছর নির্বাচন হবে ফেব্রুয়ারীতে।