চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: এক বছরেরও বেশি সময় ধরে উত্তপ্ত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর বাংলাদেশ থেকে চলে গেলেও মহাম্মদ ইউনুসের বিরোধিতা করেও বিক্ষোভ দেখানো হচ্ছে সম্প্রতি। শুক্র-শনি দুদিনই অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল দেশের জুলাই আন্দোলনকারীদের বিক্ষোভ। আগেই বাংলাদেশের নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল যে সাধারণ নির্বাচনে ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তাঁর পরিবার। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে আওয়ামি লিগকে ভোটে অংশ নিতে দেখা যাবে কিনা।
এবার সেই ব্যাপারে শনিবার রাতে যাবতীয় সবকিছু জানিয়ে দেওয়া হলো বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের তরফ থেকে। কী বক্তব্য তাঁর? তিনি জানান যে মুজিবের দলের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, এটাও পরিষ্কার করে দেন যে বিচার যতক্ষণ না শেষ হচ্ছে, ততক্ষণ ভোটে অংশ নিতে পারবে না আওয়ামি লিগ। কিন্তু ভোটের আগে যদি শেষ হয়ে যায়, তাহলে ভেবে দেখা হবে বিষয়টি।
শনিবার রাতে নাসির উদ্দীন বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমে। প্রস্তুতিও সেই অনুযায়ী শুরু করা হয়েছে।” এরপরই আওয়ামি লিগ প্রসঙ্গে তিনি নিজের বক্তব্য জানান। সিইসি বলেন, “সরকারের তরফ থেকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামি লিগের সমস্ত কর্মকাণ্ড। ভোটে অংশ নিতে পারবে না তারা যতক্ষণ না সম্পন্ন হচ্ছে বিচার। তবে যদি বিচার শেষ হয়ে যায় ভোটের আগে, তাহলে সেক্ষেত্রে ভেবে দেখা যাবে তখন বিষয়টি।”