ad
ad

Breaking News

Bangladesh Election

নির্বাচনের পথে অন্তর্বর্তী সরকার, ইসির নির্দেশনা স্পষ্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কর্মকর্তাদের বেআইনি কোনো নির্দেশ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

bangladesh-election-2025

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: আগামী বছর হতে পারে বাংলাদেশে নির্বাচন। অন্তবর্তী সরকারের উপদেষ্টা মহম্মদ ইউনূস বলেছেন আগামী বছর ফেব্রুয়ারীতে পারে নির্বাচন। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভবনে ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২০২৫’-এ উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কর্মকর্তাদের বেআইনি কোনো নির্দেশ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন এই সম্মেলনের আয়োজন করে।(Bangladesh Election)

আরও পড়ুনঃ বেলুড় মঠে দুর্গাপুজোঃ ষষ্ঠী থেকে দশমী পুজোর প্রতিদিনের তালিকা জানেন কী?

অনুষ্ঠানে ৪ জন নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। সিইসি নির্বাচনর কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “নির্বাচনে আমরা আপনাদের নির্দেশ দেবো, কিন্তু বেআইনি কোনো নির্দেশ দেবো না। কাউকে বাঁচানোর জন্য নির্দেশ দেবো না। আমাদের নির্দেশ হবে সম্পূর্ণ আইন ও বিধি মোতাবেক। নিশ্চিত করতে চাই যে আপনারা কাজটা সঠিকভাবে করছেন, এটা যারা ইলেকশনের সঙ্গে জড়িত থাকবেন তাদের সবার জন্য প্রযোজ্য।” প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেন, “বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে, এবং ঐতিহাসিক নির্বাচন হবে।”(Bangladesh Election)

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

২০২৪ সালের জুলাইতে বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের জেরে ওই বছরেরই ৫ অগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। তারপরে ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার গঠনের আগে ইউনূস ছিলেন প্যারিসে। হাসিনার পতনের পরে প্যারিস থেকে ঢাকায় আসেন তিনি এবং দায়িত্বগ্রহণ করেন। ইউনূস সরকারে আসার পর থেকে ভোটের দাবি ওঠে। চলতি বছরের নির্বাচনের দাবি তোলে বিণনপি। তারা বারংবার বলেছেন যদি বছরেই নির্বাচন দরকার। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে শুধু অশান্তি গোলমালের খবর সামনে এসেছে। (Bangladesh Election)