ad
ad

Breaking News

Earthquake

বাংলাদেশে ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল ডাউকি ফল্টে বাড়ছে আশঙ্কা

কোনও সমস্যা হলেও ব্যবস্থা করা হবে সেই বিষয়েও জানানো হয়েছে। উত্তর-পূর্ব ভারতের এই অঞ্চল যার আশেপাশে রয়েছে মেঘালয়।

bangladesh-earthquake-meghalaya-dawki-fault-risk

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: সাত দিনের মাথায় আবার বাংলাদেশে আবারও ভূমিকম্প(Earthquake)। বাংলাদেশের পাশাপাশি, মেঘালয়-তেও ভূমিকম্প অনূভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.০। জানা যাচ্ছে, স্থানীয় সময় সকাল ১১.৫০ মিনিটে কম্পন হয়। কিন্তু এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জানা যায়নি। বিশেষজ্ঞরা তারা বলছেন, কম্পন স্বল্পমাত্রার ছিল সেই কারণে বিশেষভাবে কোনো প্রভাব পড়েনি।

আরও পড়ুনঃ নবরাত্রি থেকে সস্তা হচ্ছে খাদ্য-স্বাস্থ্য! দেশবাসীকে সাশ্রয়ের বার্তা প্রধানমন্ত্রীর

বাংলাদেশের পাশাপাশি, ভূমিকম্প (Earthquake) হয় মেঘালয়তেও। মেঘালয়ের প্রশাসনের পক্ষ থেকে জানান হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। কোনও সমস্যা হলেও ব্যবস্থা করা হবে সেই বিষয়েও জানানো হয়েছে। উত্তর-পূর্ব ভারতের এই অঞ্চল যার আশেপাশে রয়েছে মেঘালয়। ছোট থেকে মাঝারি ভূমিকম্প হয় সেখানে। তাই সেখানকার মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। এর আগে শনিবারও হয় ভূমিকম্প। এনসিএস-র তথ্যনুযায়ী, কম্পন অনূভূত হয় দুপুরে ১টা ০৫-য়ে।

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

যার গভীরতা ছিল ৮০ কিলোমিটার। অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার জানান, আজকের ভূমিকম্পের(Earthquake) উৎপত্তিস্থল ডাউকি ফল্ট এলাকায় ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসেও দুই থেকে তিনটি ৪ বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হয়েছিল। তিনি বলেন, এই এলাকাটি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এক তথ্য অনুযায়ী, ডাউকি ফল্টে ১৭৮৭ সালের এক ভূমিকম্পে ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তন হয়ে গিয়েছিল। এরপর ১১০ বছর পর ১৮৯৭ সালে ‘গ্রেট ইন্ডিয়া আর্থকোয়েক’ নামে পরিচিত একটি ভূমিকম্পও হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন আখতার জানান,  ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৮.২। এর ফলে শুধু অসম ও মেঘালয় নয়, ঢাকা শহরও ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ঢাকায় পাঁচজন নিহত হয়েছিলেন।