চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: বাংলাদেশে আবারও এক হাড়হিম করা ঘটনা। রেললাইন থেকে উদ্ধার মুণ্ডহীন দেহ। মৃতদেহটির হাত-পা বাঁধা অবস্থায় ছিল। মৃত ব্যক্তি আওয়ামী নেতা বলেই জানা যাচ্ছে। নাম ভরতচন্দ্র রায়। তিনি রেলওয়েতে খালাসি পদে চুক্তিভিত্তিক চাকরি করতেন।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, দুষ্কৃতীরা তাঁকে হাত-পা বেঁধে রেললাইনে ফেলে রেখে যায়। রাতে ট্রেনের নিচে চাপা পড়ে তাঁর দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়। কালে স্থানীয় বাসিন্দারা রেললাইনের পাশে ওই বিভৎস দৃশ্য দেখতে পান এবং পুলিশকে খবর দেন। দুপুরের দিকে নিহতের পরিচয় শনাক্ত হয়। জানা যায়, মৃত ব্যক্তি ভরতচন্দ্র, যিনি রেলওয়েতে খালাসি পদে চুক্তিভিত্তিক চাকরি করতেন এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও সামলাতেন।
পুলিশি তদন্তে উঠে এসেছে, সোমবার সকাল ১১টার দিকে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। সন্ধ্যার পর থেকে তাঁর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। নিহতের ছেলে রিপন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর বাবার কোনও শত্রু ছিল বলে তাঁদের জানা নেই। কেন এই হত্যাকাণ্ড ঘটল, তা তাঁরা বুঝতে পারছেন না। নিহতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, রাষ্ট্রসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে ১,৪০০ জন নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে আওয়ামি লিগ নেতার নৃশংস হত্যাকাণ্ড নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন পড়েছে, এবং পুলিশ দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।