ad
ad

Breaking News

Bangladesh

Bangladesh: বাংলাদেশের তাঁতীবাজারে মণ্ডপে হামলা, আহত ৪

আহতদের স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Attack on pavilion in Tantibazar, Bangladesh, injured 4

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারে শুক্রবার রাতে একটি মণ্ডপে ককটেলসদৃশ বস্তু ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। বস্তুটি বিস্ফোরিত না হলেও হামলাকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে অন্তত চারজন আহত হন। শুক্রবার রাতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় এ খবর জানার সঙ্গে সঙ্গে তাঁতীবাজারের পূজামণ্ডপটি তাৎক্ষণিকভাবে দেখতে যান স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ। এ সময় তিনি মণ্ডপে অবস্থানরত বিভিন্ন দর্শনার্থী এবং পূজারীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে হাসান আরিফ বলেন, শুক্রবার সারা দেশে সনাতন ধর্মাবলম্বীরা অষ্টমী উদযাপন করেছেন।

[ আরও পড়ুন : কেতুগ্রামের পাচুন্দি আই মাদার দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি! ]

শনিবার আরও বেশি উৎসবমুখর পরিবেশে মহানবমী উদযাপন করবেন। পাশাপাশি তিনি বলেন, শারদীয় দুর্গোৎসবের বাকি দিনগুলি নির্বিঘ্নে উদযাপিত করুন। আগের যেকোনও সময়ের চেয়ে পূজামণ্ডপগুলিতে অধিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও পূজামণ্ডপগুলিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কাজেই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। নির্ভয়ে উৎসব পালন করুন।

[ আরও পড়ুন : রেলের কাণ্ডজ্ঞানহীন ভূমিকায় ক্ষোভ,আতঙ্কের সফর কবে শেষ হবে? ]

তাঁতীবাজারের পূজামণ্ডপ পরিদর্শন শেষে স্থানীয় সরকার উপদেষ্টা আহতদের দেখতে মিটফোর্ড হাসপাতালে যান। এ সময় তিনি আহত এবং তাঁদের পরিবার-পরিজন-সহ কর্তব্যরত ডাক্তারদের সঙ্গে কথা বলেন। আহতদের চিকিৎসায় যাতে কোনও ধরনের অবহেলা করা না হয়, সে জন্য কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশ প্রদান করেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পূজা চলাকালে তিন থেকে চারজন দুর্বৃত্ত মন্দিরে আচমকা ককটেলসদৃশ বস্তু ছুড়ে মারে। তবে তা বিস্ফোরিত হয়নি। দুর্বৃত্তদের ধরার চেষ্টা করার সময় ঝন্টু (৪৫), সাগর (৩৮), মো. খোকন (৩৫) এবং বৃত্ত (২৬) নামে চারজন আহত হন। আহতদের স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।