চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: হাসিনা-সহ ১১ জনের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা। বাংলাদেশে ফিরবেন মুজিব-কন্যা? আজ হাসিনা-সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারির আদেশ দেয় বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্ব ২ সদস্যের ট্রাইবুন্যাল। ওই ১১ জনকে হাজির করতে হবে ১২ ফেব্রুয়ারি।
ট্রাইবুন্যালের শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রের মদতে গুম করার সংস্কৃতি চালু করে আওয়ামী লীগ। ওই কাজে যারা অংশ নিতেন তাদের পুরস্কৃত করা হত। র্যাব, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই সবচেয়ে বেশি গুমের সঙ্গে জড়িত ছিল। সাদা পোশাকে কিংবা পোশাকধারী বিভিন্ন বাহিনী এসে শয়ে শয়ে মানুষকে তুলে নিয়ে যেত। এরপর তারা আর কোনোদিন ফিরে আসত না, অধিকাংশই ফিরে আসেনি। কেউ কেউ ফিরে আসলেও তাদের সুনির্দিষ্ট কিছু মামলায় আটক দেখানো হয়েছে।
এই নিয়ে দেশ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় গ্রেফতারি পরোয়ানা জারি করল বাংলাদেশের আদালত ৷ এবার তাঁর বিরুদ্ধে বেশ কয়েকজনকে গুম করার অভিযোগে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। এমনটাই সোমবার জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর।
গত ৫ অগাস্ট ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানের জেরে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন হাসিনা। এরপর ভারতে আশ্রয় নেন তিনি। অন্যদিকে, মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। তবে, ইউনূসের নেতৃত্বেও শান্তি ফেরেনি পদ্মাপারে। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের গ্রেফতারি ইস্যু এবং সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে তোলপাড় বাংলাদেশ। এই আবহে হাসিনা-সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল বাংলাদেশ।