ad
ad

Breaking News

Bangladesh

Bangladesh: উপদেষ্টাদেরও দিতে হবে সম্পদের হিসাব, জারি নয়া নীতিমালা

ওপার বাংলায় জারি নয়া নীতিমালা।

Advisors will also have to account for assets, the new policy has issued

সংগৃহীত

Bangla Jago Desk: ওপার বাংলায় জারি নয়া নীতিমালা। নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদেরও আয় ও সম্পদের বিবরণী জমা দিতে হবে। এমনকি ওই ব্যক্তিদ্বের স্বামী বা স্ত্রীর যদি কোন পৃথক আয় থাকে তাহলে তাদেরও সম্পদের বিবরণী জমা দিতে হবে। ১ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগের তরফ থেকে ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা-২০২৪’ জারি করা হয়েছে।

[ আরও পড়ুন: বাংলার দুর্গাদের জয়জয়কার, এমএসএমইতে সেরা পশ্চিমবঙ্গ]

বাংলাদেশ সরকারের ওই নীতিমালাতে বলা হয়েছে, ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি যারা সরকার অথবা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত আছেন, তারা প্রতিবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী ১৫ কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদের বিবরণী জমা দেবেন। তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে সেই আয় ও সম্পদের বিবরণীও প্রধান উপদেষ্টার কাছে একই সঙ্গে জমা দিতে হবে। কীভাবে এই বিবরণী দিতে হবে তার একটি ছক ঠিক করে দেওয়া হয়েছে।’

[ আরও পড়ুন: Middle East: মধ্যপ্রাচ্যে বাজছে যুদ্ধের দামামা, ইরান-ইজরায়েলে শান্তি ফেরাতে তৎপর জয়শঙ্কর]

এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের সমস্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীকে তার বা তাদের সকল সম্পদের বিবরণী দাখিল করতে হবে। তবে এই বছর ৩১-এ ডিসেম্বরের পরিবর্তে ৩০ নভেম্বরের মধ্যে সেই বিবরণী দাখিল করতে হবে বলে জানানো হয়েছে। নির্দিষ্ট নির্ধারিত ফর্মে নিজ নিজ মন্ত্রণালয় বা দফতরে জমা দিতে হবে সম্পদ বিবরণী। ওপার বাংলায় প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারী রয়েছে, আর এই পক্রিয়া তাদের সবার জন্য।