Bangla Jago Desk: ব্রাহ্মণবাড়িয়া জেলায় আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে এবার জায়গা পেলেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মঙ্গলবার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়। আবদুল ওয়াহেদ জেলা বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি ২০১৫ সালের ১৮ ডিসেম্বর আওয়ামী লীগে যোগ দেন।
সভায় ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বর্তমান সংসদ সদস্য এবং নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমানকে জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। অপরদিকে, সভার সিদ্ধান্তের বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী বলেন, ‘সংসদ সদস্য ফয়জুর রহমানকে সম্মানিত সদস্য করার বিষয়ে উত্থাপিত প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়েছে। জেলার সব সংসদ সদস্যকে সম্মানিত সদস্য করা হয়েছে। কমিটি গঠনের সময় ভুলবশত তাঁর নামটি আসেনি। এটা অনিচ্ছাকৃতভাবে হয়েছে। উপদেষ্টা পরিষদের একটি পদ খালি আছে। সেখানে বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খানকে উপদেষ্টা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির অধিকাংশই নতুন। ৭৫ সদস্যের কমিটিতে ১২ জনকে সহসভাপতি, তিনজন করে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং ৩৬ জনকে কার্যনির্বাহী সদস্য করা হয়। এর বাইরে ১৮ জনকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। ৭৫ সদস্যবিশিষ্ট কমিটির ৩৯ জনই এবার নতুন পদ পেয়েছেন।