ad
ad

Breaking News

poor headcount noticed during rekha patra's election campaign

রেখার প্রচারে ভিড় অকল্পনীয়! বিজেপির সভায় মাত্র কয়েকজনের উপস্থিতিতে ‘দৈন্য’ ছবি ভাইরাল!

বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে সভার এই ছবি এখন ঘুরছে সামাজিক মাধ্যমে। তাতে বিজেপির অবস্থা নিয়ে চলছে কটাক্ষের বন্যা। লোকসভা ভোটের প্রচারে স্বয়ং প্রার্থীর উপস্থিতিতে এমন ভিড় অকল্পনীয়।

Unimaginable rush to promote the line! In the presence of only a few people in the BJP meeting, the picture of 'Dainya' is viral!

Bangla Jago Desk: দ্বিতীয় দফার ভোটপর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে কার দৌড় কতদূর তা দেখাতে প্রচারে বামফ্রন্ট- তৃণমূল-কংগ্রেস-বিজেপি কেউ কাউকে এক ইঞ্চিও জায়গা ছাড়তে প্রস্তুত নন। লোকসভা নির্বাচনের আগে থেকে বিজেপি চায় বাংলার মাটি দখল করতে। স্বয়ং প্রধানমন্ত্রী নিজে থেকেই ফোন করছেন প্রার্থীদের মনোবল বাড়ানোর জন্য। প্রধানমন্ত্রী যেসকল প্রার্থীদের সরাসরি ফোন করে কথা বলেছিলেন, তাঁদের মধ্যেই অন্যতম একজন রেখা পাত্র। বসিরহাটের প্রার্থী রেখা পাত্রের নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার ভিডিও ভাইরাল হওয়ার পর এবার আবারও শিরোনামে উঠে এলেন তিনি। তবে এবার কিছুটা হাসির পাত্র হয়েই।

মঞ্চে রেখা পাত্র, সামনে উপস্থিত মাত্র কয়েকজন! (ছবিঃ সংগৃহীত)

সন্দেশ খালির ঘটনা যেখানে এককালীন শিরোনামে উঠে এসেছিল দেশীয় রাজনীতিতে। সেখানেই বহু আলোচিত নামের মধ্যেই উঠে আসে রেখা পাত্রের নাম। তবে তাঁর এত জনপ্রিয়তা কোথাও কোনও কাজেই লাগছে না বলে জানিয়েছেন বহু রাজনৈতিক ব্যক্তিত্বরা। এদিন লোকসভা ভোটের প্রার্থীর প্রচারে উপস্থিত হাতেগোনা মাত্র কয়েকজন। এমন সভা দেখা গেল বিজেপির। বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে সভার এই ছবি এখন ঘুরছে সামাজিক মাধ্যমে। তাতে বিজেপির অবস্থা নিয়ে চলছে কটাক্ষের বন্যা। লোকসভা ভোটের প্রচারে স্বয়ং প্রার্থীর উপস্থিতিতে এমন ভিড় অকল্পনীয়। এর আগে এমন দেখা যায়নি কোনও সভায়। একেবারে ছোট কোনও রাজনৈতিক দলের সভাতেও এর থেকে বেশি ভিড় দেখা যায়।

সন্দেশখালি আন্দোলন থেকে উঠে আসা নাম রেখা পাত্র। অনেক আলোচনার পর বিজেপি সেই রেখা পাত্রকে বসিরহাট লোকসভা নির্বাচনে প্রার্থী করে। প্রথম দিকে এলাকার বিভিন্ন জায়গায় প্রচার করতে দেখা গিয়েছে দেখা পাত্রকে। মাঝখানে একবার অসুস্থ হয়ে পড়েছিলেন। রেখা পাত্রের সমর্থনে বিজেপির বড় বড় নেতারা ইতিমধ্যে সভা করে গিয়েছেন সন্দেশখালি-সহ বসিরহাটের নানা জায়গায়। বিজেপি প্রার্থী রেখা পাত্র নিজের মতো করে এলাকায় প্রচার চালাচ্ছেন। সেই অর্থে তাঁকে বিপুল সাড়া পেতে দেখা যাচ্ছে না। কিন্তু বিজেপি দাবি করছে, রেখা পাত্রকে সামনে রেখে তারা এবার জিতবে বসিরহাটে। একদিকে বিজেপি যখন এই দাবি করছে, তখন প্রার্থী রেখা পাত্রের উপস্থিতিতে সভায় হাতেগোনা লোক। এই ছবি বলে দিচ্ছে কী ফল হতে চলেছে বসিরহাটে।