ad
ad

Breaking News

Total complaints in three Lok Sabha constituencies

দুপুর দুটো পর্যন্ত জমা পড়া অভিযোগের নিরিখে এগিয়ে কোন কেন্দ্র?

দুপুর দুটো পর্যন্ত তিনটি লোকসভা কেন্দ্রে মোট অভিযোগ জমা করেছে ৪৬৮ টি।

Total complaints in three Lok Sabha constituencies

Bangla Jago Desk: দুপুর দুটো পর্যন্ত তিনটি লোকসভা কেন্দ্রে মোট অভিযোগ জমা করেছে ৪৬৮ টি। এর মধ্যে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে মোট অভিযোগ জমা পড়েছে ১৫০ টি। কোচবিহার লোকসভা কেন্দ্রে দুপুর দুটো পর্যন্ত মোট অভিযোগের সংখ্যা ২১৮ টি। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট ১০০টি অভিযোগ জমা পড়েছে।

মোট তিনটি পোর্টালে অভিযোগ এসেছে। এর মধ্যে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে এন জি আর এস এ অভিযোগ জমা পড়েছে ৯০টি। এই কেন্দ্রে সিভিজিলে অভিযোগ জমা পড়েছে ৫৬ টি এবং সিএমএসে অভিযোগ জমা পড়েছে চারটি। কোচবিহার লোকসভা কেন্দ্রে এন জি আর এস এ অভিযোগের সংখ্যা ১৫৪ টি। এই কেন্দ্রে সিভিজিলে অভিযোগ জমা পড়েছে ১৯ টি। সিএমএস পোর্টালে অভিযোগ জমা পড়েছে ৪৫ টি।





জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এনজিআরএস পোর্টালে অভিযোগের সংখ্যা ৭৯ টি। এই কেন্দ্রে সিভিজিলে অভিযোগ পড়েছে ১৮ টি ও সিএমএস পোর্টালে অভিযোগ জমা পড়েছে তিনটি। সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে কোচবিহার লোকসভা কেন্দ্রে।

কোচবিহারে এত বেশি অভিযোগের ঘটনায় দিল্লি থেকে মুখ্য নির্বাচন কমিশনের দপ্তরের কোন আসে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে।